অ্যাভোকাডো ও টক দই ত্বকের জন্য কতটা উপকারী?

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত অ্যাভোকাডো ও টক দই ব্যবহার করুন। প্রাকৃতিক এই উপাদান দুটি গরমের এ সময়টাতে ত্বকের আর্দ্রতা ধরে রাখে, বলিরেখা দূর করে, ব্রণের জীবাণু ধ্বংস করে এবং কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে। কীভাবে এই উপাদান দুটি ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন :
যা যা লাগবে
অ্যাভোকাডো দুই টেবিল চামচ ও টক দই দুই টেবিল চামচ।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে অ্যাভোকাডো ও টক দই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো করে মুখ শুকিয়ে বেশি করে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
কার্যকারিতা
১. অ্যাভোকাডো ও টক দই দুটোই ত্বকের গভীরে গিয়ে কোষকে সতেজ রাখে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
২. এই প্যাক ব্রণের জীবাণু ধ্বংস করে ত্বককে ব্রণমুক্ত রাখে। এ ছাড়া ব্রণের দাগ দূর করতেও এই প্যাক কার্যকর।
৩. নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক হয় টানটান। তাই ত্বকের বলিরেখা দূর করতে এই প্যাক খুবই কার্যকর, যা বয়সের ছাপ দূর করে ত্বকে তারুণ্য ধরে রাখে।
৪. এই প্যাক ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে, যা রোদে পোড়া দাগ দূর করে ধীরে ধীরে ত্বক উজ্জ্বল করে।