ঈদের রূপচর্চা
ত্বক সতেজ ও টানটান করতে যা করবেন

ঈদে পরিবারের সবাই মিলে আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াতে যাওয়ার রীতি নতুন নয়। তবে সারা দিনের কাজ সেরে সন্ধ্যা বা রাতেই বের হন নারীরা। তখন নিজেকে সতেজ দেখাতে করে নিতে পারেন হালকা ত্বকের যত্ন। বিখ্যাত সৌদি বিউটি ব্লগের রূপচর্চা বিভাগ আপনার ত্বকের যত্নে সহজ দুটি উপায়ের পরামর্শ দিয়েছে। চলুন একনজর দেখে আসি।
১. ত্বক সতেজ করতে
যা যা লাগবে
দুই টেবিল চামচ মেয়োনেজ ও এক চা চামচ বেবি অয়েল।
যেভাবে ব্যবহার করবেন
উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে মুখ, ঘাড়, গলা, রুক্ষ কনুই, হাঁটু এবং শরীরের অন্যান্য শুষ্ক স্থানে লাগান। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ত্বকের রুক্ষতা দূর করে সতেজ দেখাতে সাহায্য করবে।
২. ত্বক টানটান করতে
যা যা লাগবে
আধা টেবিল চামচ লেবুর রস ও একটি ডিমের সাদা অংশ
যেভাবে ব্যবহার করবেন
ডিমের সাদা অংশ ও লেবুর রস ভালো করে ব্লেন্ড করে পুরো মুখে লাগান। অবশ্যই চোখের অংশ বাদ দিয়ে লাগাবেন। মিশ্রণটি ৩০ মিনিটের জন্য রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।