রেস্তোরাঁয় ইফতার
আল ফ্রেসকোতে ইফতার

স্বাস্থ্যসম্মত এবং মজাদার স্বাদের ইফতারের পসরা সাজিয়েছে ধানমণ্ডির আল ফ্রেসকো রেস্তোরাঁটি। ভিন্ন স্বাদের মোট ছয়টি প্ল্যাটার রয়েছে তাদের ইফতার আয়োজনে। যেমন : পাস্তা আল ফ্রেসকো অথবা পাস্তা বাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, লেমোনেইড ও পানি পাবেন মাত্র ৩৯৯ টাকায়।
পাস্তা আল ফ্রেসকো অথবা পাস্তা বাস্তা, আল ফ্রেসকো চাওমিন, চিকেন ফ্রাই, লেমোনেইড, পানি, ভ্যানিলা অথবা ফ্রুট কেক। এই সেটটি পাবেন ৪৯৯ টাকায়।
অন্যদিকে ৪৪৯ টাকায় মিলবে ছয় ইঞ্চি পিৎজা, আল ফ্রেসকো বা পিৎজা ইতালিয়ানো, ফ্রেঞ্চ ফ্রাই, লেমোনেইড ও পানি। ছয় ইঞ্চি পিৎজা, আল ফ্রেসকো বা পিৎজা ইতালিয়ানো, আল ফ্রেসকো চাওমিন, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, লেমোনেইড, পানি, ভ্যানিলা অথবা ফ্রুট কেক। যা মিলবে ৫৪৯ টাকায়।
৪৯৯ টাকায় পাবেন চিকেন অথবা বিফ ইয়োলো রাইস, দুই টুকরা ফ্রাইড চিকেন, চিকেন চিলি অনিয়ন, সালাদ, লেমোনেইড, পানি, ভ্যানিলা অথবা ফ্রুট কেক।
বিরিয়ানি রাইস, তন্দুরি চিকেন, চিকেন অথবা বিফ আচারি সালাদ, লেমোনেইড, পানি, ভ্যানিলা অথবা ফ্রুট কেক। এই আইটেম মিলবে ৪৯৯ টাকায়।