সেরা ছয় প্রতিষ্ঠানে সপ্তাহের সেরা চাকরি

গত সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশিত হয় এনটিভি অনলাইনের চাকরি চাই পাতায়। এর মধ্যে পদসংখ্যা ও বেতনের ভিত্তিতে সেরা ছয় চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখে নিন একনজরে।
ওয়ালটন
দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিন ধরনের পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
সেলস এক্সিকিউটিভ
সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে ৩০ জন। ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
সেলস অফিসার
সেলস অফিসার পদে নিয়োগ পাবেন ৫০ জন। উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে পদটিতে। আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন না হলেও, প্রার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইমেইল ও মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ২৫ বছর।
ড্রাইভার
কার ও পিকআপ চালনায় আট বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। অনূর্ধ্ব ৩২ বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি ছবি, শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সনদসহ আবেদন করতে পারবেন ‘নির্বাহী পরিচালক, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল-৬), ৫, রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০’ ঠিকানায়। এছাড়া আবেদনপত্র ইমেইল করা যাবে jobs@waltonbd.com ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১০ মে-২০১৬।
কোকাকোলা
অনভিজ্ঞদের চাকরির সুযোগ দিচ্ছে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (কোকাকোলা)। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আকর্ষণীয় এ পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত।
যোগ্যতা
চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে মার্কেটিং বা এ সংক্রান্ত বিষয় থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের সেলস ও সাপ্লাই চেইনে অভিজ্ঞ হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের যোগাযোগে দক্ষ এবং বাংলাদেশের যোকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন চাকরি ডটকমের মাধ্যমে। আবেদনের জন্য প্রার্থীরা সময় পাবেন ৩০ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
এইচএসবিসি ব্যাংক
বিভিন্ন আকর্ষণীয় পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচএসবিসি ব্যাংক। ন্যূনতম যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে।
মিড মার্কেট রিলেশনশিপ ম্যানেজার, করপোরেট ব্যাংকিং যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে ব্যবসায় শিক্ষা থেকে পাসকারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের রিলেশন ম্যানেজমেন্ট এবং ক্রেডিটে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমেরমাধ্যমে ৪ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
লার্জ করপোরেট রিলেশনশিপ সাপোর্ট, লার্জ করপোরেট, করপোরেট ব্যাংকিং যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে ব্যবসায় শিক্ষা থেকে পাসকারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি আবেদনকারীদের কমার্শিয়াল ব্যাংকিং, ক্রেডিট অথবা রিস্ক সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে। আবেদন করা যাবে ৪ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে এইচএসবিসি ব্যাংকের ওয়েবসাইটে।
ব্র্যাক
ব্র্যাক এন্টারপ্রাইজের অধীনে পরিচালিত ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে জনবল নিয়োগ দেওয়া হবে। সেলস অফিসার ও ড্রাইভার পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
সেলস অফিসার
উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। এ ছাড়া ভোগ্যপণ্য বিক্রয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
নিয়োগপ্রাপ্তদের মাসিক আট হাজার ১৭১ টাকা ছাড়াও টিএ-ডিএ, বিভিন্ন ভাতা এবং মোবাইল বিলের সুবিধা দেওয়া হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যেকোনো জেলায়।
ড্রাইভার
অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের হালকা, মাঝারি ও ভারি যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
গাজীপুরের ফ্যাক্টরিতে এই পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ৭৫০ টাকা থেকে ১০ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া থাকবে বিভিন্ন ভাতাসহ অন্যান্য সুবিধা। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত, দুই কপি ছবি, সব শিক্ষাসনদ ও অভিজ্ঞতাপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্সসহ আবেদন করতে পারবেন ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায়। আবেদন করা যাবে ২ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী ৭৭ বিএমএকোর্সে দ্বিতীয় ধাপে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘমেয়াদি এ কোর্সে প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের সরাসরি লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে।
প্রশিক্ষণকালীন এমআইএসটিয়ের (MIST) অধীনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং বিইউপির (BUP) অধীনে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা ও বিবিএ কোর্সে ডিগ্রি অর্জন করা যাবে। কোর্সটিতে আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে ১৭ থেকে ২১ বছর হতে হবে। তবে সেনাবাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।
নির্বাচন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের আগামী ১৯ থেকে ২৯ জুন তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণজ্ঞান বিষয়ে ১৫ জুলাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর আইএসএসবি পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinbangladesharmy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।
বিটিসিএল
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জনবল নিয়োগ দেবে। জুনিয়র সহকারী ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদে ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বিস্তারিত :
জুনিয়র সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস বা রেভিনিউ বা ফাইন্যান্স)
জুনিয়র সহকারী ম্যানেজার পদে নিয়োগ পাবেন ৫০ জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ এমকম, এমবিএ অথবা এমবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ মে-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ১২ হাজার ৮০০ টাকা।
অ্যাকাউন্ট্যান্ট
অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে ৭০ জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। ১ মে-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিটিসিএলের ওয়েবসাইটের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন ২১ এপ্রিল থেকে ১০ মে-২০১৬ পর্যন্ত।