অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে কাজের সুযোগ

আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটোরি সেলস অফিসার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
টেরিটোরি সেলস অফিসার
যোগ্যতা
কোনো স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অনভিজ্ঞ প্রার্থীরাও পদটিতে আবেদন করার সুযোগ পাবেন। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
৩০ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
২১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : জাগোজবস ডটকম