দিনাজপুরে নিয়োগ দেবে গ্রাম বিকাশ কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে ‘সহকারী পরিচালক-অভ্যন্তরীণ অডিট অ্যান্ড কমপ্লায়েন্স’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী পরিচালক-অভ্যন্তরীণ অডিট অ্যান্ড কমপ্লায়েন্স।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স/ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিজিওনাল/জাতীয় পর্যায়ে এনজিওতে অডিট বিভাগে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারমধ্যে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অডিট বিভাগে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্পে অডিট কার্য পরিচালনা, আন্তর্জাতিক হিসাব রক্ষণ বিধি বিধান, বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার, রিপোর্টিং, সরকারি সংশ্লিষ্ট আইন/ বিধিমালা, ভ্যাট, আয়কর-এর বিষয়ে সামগ্রিক ধারণা থাকতে হবে। অনূর্ধ্ব-৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
দিনাজপুর।
বেতন
৬৮,৫৮১/-টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারবেন (gbkpbt.hra@gmail.com) ঠিকানায়। অথবা জীবনবৃত্তান্ত ও সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র , সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বরসহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি আবেদন করতে পারবেন
ঠিকানা : ডেপুটি ডিরেক্টর-এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ
আবেদনের শেষ তারিখ
৩১ ডিসেম্বর, ২০২০।
সূত্র : বিডিজবস