শিশুর জন্মগত মুখমণ্ডলের ত্রুটির সার্জারি কখন করা হয়?

শিশুর জন্মগত মুখমণ্ডলের ত্রুটি নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশে এখন এর ভালো চিকিৎসা রয়েছে। সেগুলো অনেক সময় বিনামূল্যে করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৮১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফোয়ারা তাসমীম পামী। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অস্ত্রোপচার কোন সময়ে হয়, এটি একটু বলেন?
উত্তর : ঠোঁট কাটার ক্ষেত্রে অস্ত্রোপচারগুলো আমরা তিন মাস থেকে ছয় মাসের মধ্যে করি। তালু কাটার ক্ষেত্রে এটা নয় মাস থেকে এক বছর। কারো কারো ক্ষেত্রে মাড়িতেও সমস্যা থাকে। এগুলো পাঁচ-ছয় বছর বয়সে করি। তারপরও যে ত্রুটিগুলো থেকে যায়, যেমন—নাকে সার্জারি এগুলো আমরা ১৫/১৬ বছর বয়সে করি। বাচ্চার বৃদ্ধি যখন হয়ে যায়, তখন আমরা এটি করি।
আমাদের দেশে এর চিকিৎসা অনেক ব্যাপক আকারে আছে এবং বিনা পয়সায় সম্ভব।