শিশুদের মামসের লক্ষণ কী?

মামস ভাইরাসের কারণে হয়। এটি হলে জ্বর আসা বা গলার কাছটা ফুলে যাওয়া ইত্যাদি মমস্যা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৪৫তম পর্বে কথা বলেছেন ডা.মো. রিয়াজ মোবারক। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের এইচডিইউ অ্যান্ড আইসুলেশান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন :মামস রোগটি আসলে কী? এটি কোথায় দেখা যায়? কী হয়?
উত্তর : এটা আসলে একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটার নাম হলো প্যারামিক্সো ভাইরাস বা মামস ভাইরাস। এটি সাধারণত কানের নিচে দেখা দেয়। প্যারোটি গ্ল্যান্ড নামে একটি গ্রন্থি থাকে, গালের দিকে এটি ফুলে যায়। এই গ্রন্থিতে ভাইরাসটি আক্রমণ করে। এটি ফুলে যায়।
প্রশ্ন :ফুলে যাওয়া ছাড়া আর কী কী লক্ষণ দেখা যায়?
উত্তর : এই ফুলে যাওয়াটি একদিকে শুরু হতে পারে। শেষ পর্যন্ত দুই দিকে ফোলা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এক দিকেই ফুলে এটা মিলিয়ে যেতে পারে। আবার কোনো কোনো সময় দুই দিকেই হয়। এর সাথে সাথে জ্বর হবে, বমি হবে কিংবা কখনো কখনো একটু কাশি বা আপার রেসপেরিটোরি সংক্রমণ হতে পারে। এর সাথে এই লক্ষণের পাশাপাশি সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা, গা ব্যথা- এই ধরনের জিনিস নিয়ে একটি বাচ্চা আসতে পারে।