গর্ভাবস্থায় স্বাস্থ্যকর থাকার ৭ পরামর্শ

গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। ছবি : সংগৃহীত
গর্ভাবস্থা নারীর জীবনে নতুন মাত্রা দেয়। গর্ভাবস্থায় নারীর শরীর ও মনে পরিবর্তন ঘটে। এই সময়ে মায়ের শরীরের যত্ন নেওয়া খুব জরুরি। পাশাপাশি পরিবারের লোকজনের সাহায্যও খুব দরকার। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলা। চিকিৎসক সবচেয়ে ভালো পরামর্শ দেবেন- এই সময়ে কীভাবে চলতে হবে এবং কী ওষুধ খেতে হবে- এসব বিষয়ে।
মূলত ঝুঁকিমুক্ত গর্ভাবস্থার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়। এতে মা ও শিশু উভয়েই ভালো থাকতে পারে। আর সেজন্য গর্ভাবস্থায় বিষয়গুলো সম্বন্ধে সচেতন থাকা চাই। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে এই বিষয়ে কিছু পরামর্শ।
- গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। তাই এই সময়টায় স্বাস্থ্যকর খাবার খান।
- মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। ধ্যান করুন, পছন্দের কাজ করুন।
- পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন, ঘুমান।
- চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধ খান।
- এ সময় নারীদের ধূমপান ত্যাগ করতে হবে পুরোপুরিভাবে। ধূমপান ভ্রূণের ক্ষতি করে।
- মদ্যপানও করা যাবে না এই সময়।
- এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। এসব জিনিস প্রাথমিকভাবে মেনে চললে গর্ভাবস্থায় নারীর স্বাস্থ্য ভালো থাকবে।