শিশুদের কোষ্ঠকাঠিন্যে কী সমস্যা হয়

কোষ্ঠকাঠিন্য একটি বিব্রতকর সমস্যা। আর শিশুদের বেলায় হলে বিষয়টি জটিল হয়ে দাঁড়ায়। তার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৮২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ছামিদুর রহমান। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে প্রধানত কী সমস্যা হয়।
উত্তর : যেটা বেশি সমস্যা হয় তা হলো, বাচ্চারা যখনই শক্ত পায়খানা করতে চায়, তখন তাদের ব্যথা করে, পায়খানার রাস্তা অনেক সময় ফেটে যায়। ব্যথা করলেই সে চেপে রাখে। চেপে রাখলে পায়খানাটা থেমে গেল। পানিটা যখনই শরীর শোষণ করে নেয়, তখন এটা আরো বেশি শক্ত হয়। সুতরাং পরের দিন যখন তার আবার পায়খানার বেগ হয়, ব্যথার অনুভূতি তার মধ্যে কাজ করে। তখন সে পায়খানা করতে চায় না। তখন কী করে? বাথরুমে বসালে উঠে যায়। এক রুম থেকে আরেক রুমে চলে যায়, লাফালাফি করে। কান্নাকাটি করে, ধরে রাখার চেষ্টা করে। শেষ পর্যন্ত পায়খানার রাস্তা ফেটে যায়। রক্ত বের হয়, বারবার ফাটে। আবার জোড়া লাগে। এ রকম করতে করতে পায়খানার রাস্তা খারাপ হয়ে যায়। বাচ্চাদের রুচি চলে যায়। বমি বমি ভাব লাগে। পেট ফোলা ফোলা থাকে। স্বাভাবিক খাবার খেতে চায় না। তাদের জন্য এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
স্কুলে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কাপড়ে পায়খানা লেগে যাচ্ছে। এটা অভিভাবকদের জন্য সমস্যা। বাচ্চারা যদি বড় হয়, তারও একটি মানসিক প্রভাব এর ওপর পড়ে।