কৈশোরকালীন ঋতুস্রাবের সময় কী সমস্যা হতে পারে

কৈশোরকালীন ঋতুস্রাবের সময় বিভিন্ন সমস্যা হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬১৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আফরোজা খানম। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঋতুস্রাবের শুরুর দিকে, কৈশোরে রোগীরা কী কী ধরনের জটিলতা অনুভব করে?
উত্তর : শুরু হওয়ার পরপরই দেখা যায় যে এমন সময় শুরু হলো, হয়ে দুই-তিন মাস বন্ধ। এরপর যখন শুরু হলো, এটা হয়তো বন্ধ হতে চাইছে না। এটাই বেশিরভাগ আমরা পাই। আমরা একে বলি পিউবারটি মেনোরেজিয়া। এত বেশি রক্তপাত হচ্ছে যে অনেক সময় লজ্জায় হয়তো বলতেও চায় না। মাকে বলল না বা বাসায় কাউকে বলল না। বাচ্চা মেয়ে, সে তো বুঝতে পারে না। রক্তপাত হচ্ছে, এক মাস-দুই মাস চলে গেল, যখন আর বন্ধ হচ্ছে না, তখন আসে। এর মধ্যে মেয়েটার হয়তো রক্তস্বল্পতা হয়ে যাচ্ছে। পেটে ব্যথা নিয়ে আসতে পারে। আবার একটি সমস্যা নিয়ে আসে অনেকে। যেমন একটু হয়তো স্থূল হয়ে যাচ্ছে। সঙ্গে হয়তো মুখে লোম হচ্ছে—এই জটিলতাগুলো নিয়ে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রক্তশূন্য হয়ে যাচ্ছে।
প্রশ্ন : অনেকে দেখা যায় যে যথাসময়ে আসছে না। এর কারণ কী?
উত্তর : যথাসময়ে আসতে চায় না। অনেকে ভাবে, ঋতুস্রাব মাত্র শুরু হলো, এটি যথাসময়ে এমনি এমনি বন্ধ হয়ে যাবে। ঋতুস্রাব নিয়মিত হতে দেখা যায় বছরখানেক লেগে যায়। ছয় মাস থেকে এক বছর লাগে।