আইডাহো ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন ‘বাংলাদেশ নাইট ২০২৫’

আমেরিকার আইডাহো ইউনিভার্সিটির ব্রুস এম. পিটম্যান সেন্টারের ইন্টারন্যাশনাল বলরুমে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ নাইট ২০২৫’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস অ্যান্ড স্কলারস (BASS)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতির এক প্রাণবন্ত পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানের শুরুতেই বাজানো হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। এরপর প্রদর্শিত হয় একটি শর্ট ডকুমেন্টারি, যেখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য, অর্থনৈতিক উন্নতি, জিডিপি প্রবৃদ্ধি এবং পর্যটন শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়।
ডকুমেন্টারির পর সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় দলীয় নৃত্যের মাধ্যমে। এরপর মঞ্চে আসে সঙ্গীত পরিবেশনা—দুইজন শিল্পীর গানে মুগ্ধ হয় দর্শক। এরপরে আবার দলীয় নৃত্য পরিবেশিত হয়, আর তারপর বাংলাদেশি কমিউনিটির শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন শো। বিভিন্ন সময়ের বাঙালি ঐতিহ্যবাহী পোশাক ও আধুনিক পোশাক প্রদর্শিত হয়, আর সেই সাথে চলতে থাকে বাংলা সিনেমার গান।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথিদের জন্য আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী খাবার। বিরিয়ানি, চিকেন মাসালা, ভেজিটেরিয়ান ও গ্লুটেন-ফ্রি খাবার সাজানো ছিল সকলের জন্য।
খাওয়া-দাওয়ার শেষে আবারো শুরু হয় সঙ্গীত ও নৃত্যের আসর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই মিলে অংশ নেন ওপেন ফ্লোর ডান্সিংয়ে।
আয়োজকরা জানিয়েছেন, ‘বাংলাদেশ নাইট’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশি শিক্ষার্থীদের নিজেদের পরিচয় তুলে ধরার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক জোরদার করার একটি সেতুবন্ধন।