সাশ্রয়ী পড়াশোনার নতুন গন্তব্য ডেনমার্ক ও হাঙ্গেরি

বিদেশে পড়াশোনার কথা উঠলেই বেশিরভাগ শিক্ষার্থী আর অভিভাবকের চোখে ভাসে পরিচিত কিছু নাম যুক্তরাজ্য, কানাডা কিংবা অস্ট্রেলিয়া। কিন্তু ইউরোপের মাঝেই আছে আরও দুটি দেশ, যাদের নাম হয়তো খুব বেশি আলোচিত নয়, কিন্তু সম্ভাবনায় ভরপুর। একদিকে উত্তর ইউরোপের ডেনমার্ক ‘বিশ্বের সবচেয়ে সুখী দেশ’।
অন্যদিকে মধ্য ইউরোপের হাঙ্গেরিতে ইউরোপিয়ান ডিগ্রি পাওয়া যায় সবচেয়ে কম খরচে। আজকের শিক্ষার্থীরা খুঁজছে এমন গন্তব্য, যেখানে পড়াশোনা যেমন মানসম্মত, তেমনি ভবিষ্যতের পথও সুগম। আর এই যাত্রায় পাশে আছে গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল) এক প্ল্যাটফর্মে বিশ্বের ২০০+ বিশ্ববিদ্যালয় আর নির্ভরযোগ্য গাইডলাইন।
ডেনমার্ক
ডেনমার্ক হলো সুখ আর শিক্ষার সমন্বয়। ডেনমার্ককে বলা হয় ‘World’s Happiest Country’। কিন্তু সুখের পেছনে আছে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা আর টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত। ইউরোপের অন্যতম টিউশন-ফি সহায়তা করে থাক দেশটি।
পড়াশোনা শেষে ৩ বছর পর্যন্ত পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে।
শীর্ষ বিশ্ববিদ্যালয়: গ্রিন টেকনোলজি ও ইনোভেশনে বিশ্বনেতা।
কোর্স: প্রচুর English-taught প্রোগ্রাম।
খরচ বনাম আয়
টিউশন ফি: বছরে €8,000–15,000।
লিভিং খরচ: মাসে €600–800।
পার্ট-টাইম আয়: ঘণ্টায় €12–15 ⇒ মাসে €800–1,200।
অর্থাৎ মাসিক খরচের ৭০–১০০% পর্যন্ত নিজের আয় দিয়েই মেটানো সম্ভব।
হাঙ্গেরি
হাঙ্গেরি হয়তো ইউরোপের শিক্ষার আলোচনায় সবার আগে আসে না। কিন্তু যারা এখানে এসেছে, তারা জানে এটা সত্যিই এক লুকানো রত্ন। মানসম্মত ইউরোপিয়ান ডিগ্রি, তুলনামূলক সহজ ভর্তি প্রক্রিয়া আর সাশ্রয়ী খরচই এর বড় শক্তি।
বিশ্বব্যাপী স্বীকৃত ফুল স্কলারশিপ। ইইউ-রিকগনাইজড ডিগ্রি এবং ইউরোপের অন্য দেশে সহজ স্বীকৃতি। ইংরেজি মাধ্যমে শিক্ষা, বেশিরভাগ কোর্সেই ইংরেজিতে পড়াশোনা। কাজের সুযোগ সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত।
খরচ বনাম আয়
টিউশন ফি: বছরে €3,000–8,000।
লিভিং খরচ: মাসে €350–550।
পার্ট-টাইম আয়: ঘণ্টায় €8–12 ⇒ মাসে €500–800।
এখানেও খরচের ৭০–১০০% পর্যন্ত কাভার করা সম্ভব।
কেন জিপিইএল?
বিদেশে পড়াশোনার স্বপ্ন শুধু ভর্তি বা ভিসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। দরকার সঠিক পরিকল্পনা, SOP লেখা, ইন্টারভিউ প্রস্তুতি, এমনকি ভবিষ্যতের ক্যারিয়ার পরিকল্পনা পর্যন্ত। সেখানেই আসে গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল) শিক্ষার্থীদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে। ২০০+ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি সুযোগ।
ডেনমার্ক, হাঙ্গেরি সহ ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াসহ সবদেশ এক প্ল্যাটফর্মে। অভিজ্ঞ কাউন্সেলরদের হাতে-কলমে গাইডলাইন।
এখনই শুরু হোক যাত্রা টিউশন-ফ্রি বা সাশ্রয়ী খরচে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ। ভবিষ্যতের জন্য গ্লোবাল ক্যারিয়ার। তাহলে জার্মানি ও ফিনল্যান্ড হতে পারে সেরা পছন্দ। তাহলে জার্মানি-ফিনল্যান্ড যাত্রা এখান থেকেই শুরু হোক। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://bit.ly/gpel-pr।