গকসুর ভিপি ইয়াসিন, জিএস রায়হান
দীর্ঘ ৭ বছর পর সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ চলে। পরে রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৪ হাজার ৭৬১ জন ভোটারের মধ্যে ৭৫ শতাংশ ভোট পড়েছে। ২১টি পদে মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) রায়হান খান ১ হাজার ১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান পেয়েছেন ৮১০ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন ১ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।
এছাড়াও, কোষাধ্যক্ষ পদে খন্দকার আব্দুর রহিম ১ হাজার ৪৫০ ভোট, ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল আহমেদ ১ হাজার ৪৭৭ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মারুফ ২ হাজার ৩৯৪ ভোট, দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার ১ হাজার ১০৮ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস ১ হাজার ৮৭৬ ভোট এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন অন্তর ১ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু আছে। ২০১৩ সালে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। তবে প্রশাসনিক জটিলতার কারণে সেই সংসদ পূর্ণ মেয়াদ কাজ করতে পারেনি।