ট্যাক্সি চালকের ছেলে মাজেদ সালাফী গকসু নির্বাচনে ভিপি প্রার্থী

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের ট্যাক্সি চালক আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মাজেদ সালাফী গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন।
আব্দুল মাজেদ সালাফী মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মহিমাগঞ্জ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি ঢাকার সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সালাফী ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। তারা বলেন, আমরা এই ছেলেটির জন্য গর্বিত। আমরা বিশ্বাস করি, সালাফী যদি গকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করে, তবে সে কলেজের জন্য ভালো কিছু করবে। সালাফীর মা তিন বছর আগে মারা যাওয়ার পর সে ভেঙে পড়েছিলুুুুুুু। পড়াশোনাও বন্ধ করে দিয়েছিল। কিন্তু এলাকাবাসীর ভালোবাসা ও দোয়ায় সে আবার নতুন করে জীবন শুরু করে।
সালাফীর বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমি দেশবাসীর দোয়া চাই যেন আমার ছেলে গকসু নির্বাচনে জয়লাভ করে এবং তার কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারে। আমি বিশ্বাস করি, আমার সালাফী ভালো কিছুই করবে।
গকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন প্রার্থী ফরম নিয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে ৬ জন, কোষাধ্যক্ষ পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৭ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৮ জন এবং কার্যনির্বাহী পদে ২৭ জন ফরম নিয়েছেন। সব মিলিয়ে মোট ৮৭ জন প্রার্থী শিক্ষার্থীদের সেবায় নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩১শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত ফরম জমা, ২-৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৮ই সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ১১ই সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ২৫শে সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে।