৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নয় দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
রেজিস্ট্রার দপ্তর থেকে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মূলত ছুটি পাঁচ দিন হলেও ২৬, ২৭ সেপ্টেম্বর এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় মোট নয় দিন ক্যাম্পাস বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।