জেইউডিওর নতুন সম্পাদক ফারিম আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ৪৯ তম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারিম আহসান। গত ১৩ জুন জেইউডিওর এক জরুরি কার্যনির্বাহী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব দেয়া হয়।
এদিকে, ব্যক্তিগত কারণে অনুষ্ঠান সম্পাদক সাদাত ইবনে ইসলাম দায়িত্বপালনে অপারগতা প্রকাশ করায় তার স্থানে অর্থনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী বর্ণ সাহা বিশালকে অনুষ্ঠান সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫২ ব্যাচের ওয়াসিক আহমেদ আপন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এবং চারুকলা বিভাগের ৫২ ব্যাচের প্রণয় সাহা ও নৃবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের তানজিলা তাসনীম সেতু কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এ ছাড়া এ বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি (বাংলা ও ইংরেজি বিতর্ক) পদ একীভূত করে সহ-সভাপতি (বিতর্ক) পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের সাদমান অলীভ এবং সহসভাপতি (প্রশাসন) পদে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ৪৯ ব্যাচের লামিয়া ইসলাম প্রত্যাশা। এর বাইরে জেইউডিও-এর বর্তমান সভাপতি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকির নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সকল পদে দায়িত্বপ্রাপ্তরা অপরিবর্তিত রয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক উদ্ভূত জরুরি পরিস্থিতি বিবেচনায় জেইউডিওর প্রচলিত সাংগঠনিক ধারা ও ঐতিহ্য অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় কার্যনির্বাহী কমিটির এই পুনর্গঠন করা হয়।