কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসে বহিরাগতদের হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া হামলায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২) ভাঙচুর করে হামলাকারীরা।
বাসের চালক মো. আলাউদ্দিন জানান, বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে বাসটি। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় সরস্বতী পূজা উপলক্ষে বিশাল গাড়ি বহরের একটি শোভাযাত্রা যাচ্ছিল। এ সময় শোভাযাত্রা থেকে কিছু ছেলে বাসে বসা ছাত্রীদের লক্ষ্য করে রং ছুড়লে ছাত্ররা প্রতিবাদ করে। পর পরই শোভাযাত্রা থেকে মানুষজন এসে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে বাসে বসা শিক্ষার্থীদের ওপর হামলা করে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হাতের কবজির তিনটি রগ কেটে যায়। লোকপ্রশাসন বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘বহিরাগতদের হামলায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। ধারালো অস্ত্রের কোপে আক্তারুজ্জামানের হাতের তিনটি রগ কেটে যায়।’
আহত আক্তারুজ্জামানকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টার নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মেডিকেল কলেজে নেওয়ার কথা বলেন। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘গুরুতর আহত শিক্ষার্থীকে আমরা কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। শুনেছি আরো অনেকে আহত হয়েছে। শহরের পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’