ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (এইসিই) বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের দাবি, এইসিই বিভাগের নাম পরিবর্তন করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করতে হবে।
মানববন্ধনে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হকসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বক্তব্য দেন। কর্মসূচি শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে একটি স্বারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে এইসিই বিভাগের ছাত্র কামরুজ্জামান যুবায়ের বলেন, ‘বিসিএসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে আইসিটির শিক্ষক হিসেবে প্রকাশিত বিজ্ঞাপনে আইসিটি, সিএসই ও ট্রিপল-ই বিভাগের রয়েছে। কিন্তু ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম নেই। এ ছাড়াও চাকরির বাজারে বিভিন্নভাবে আমাদের অবমূল্যায়িত করা হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভাগের নাম পরিবর্তন করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করার দাবি জানাচ্ছি।’
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন,‘বর্তমান চাকরির বাজারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থে শুধু বিভাগের নাম পরিবর্তনই নয়, যা করা দরকার তাই করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
এ বিষয়ে জানতে চাইলে এইসিই বিভাগের চেয়ারম্যান ড. মনজারুল আলম বলেন, ‘বিভাগ পরিবর্তনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে উঠেছিল। পরে সেখান থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে ওই কমিটি এখনো আমাদের কিছুই বলেনি।’