বিনাসুদে ইফাদ মটরসের পণ্য কিনতে চুক্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং ইফাদ মটরস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদ হোসেন এবং ইফাদ মটরসের হেড অব বিজনেস মুয়িদুর রহমান তানভির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ রোববার (১৭ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা সুদবিহীন তিন থেকে ২৪ মাসের কিস্তিতে ইফাদ মটরসের পণ্য কিনতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসির মোস্তাফিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের মো. মুকিতুল কবীর, হেড অব আইএমএলডির তপন জেমস রোজারিও এবং ইফাদ মটরসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রবিউল হক, হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিংয়ের এমএ আজিজ এবং সিনিয়র ম্যানেজার-একাউন্ট অ্যান্ড ফিন্যান্স মো. মাসুদ হোসেন মিজিসহ দুই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।