মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ব্যাংকের ১৪তম ব্যাচের ম্যানেজম্যান্ট ট্রেইনি অফিসারদের জন্য ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ (এমটিও) শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল রোববার (১৩ জুলাই) মাসব্যাপী কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
মোট ২৪ (চব্বিশ) জন এমটিও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মতিউল হাসান উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের নীতিমালা ও গাইডলাইনসের আলোকে সততা ও নৈতিকতার সাথে দৈনন্দিন কার্যসম্পাদনের পাশাপাশি গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের নির্বাহীরা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।