সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা গেছে। বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। তবে চাল আমদানির খবরে কিছুটা স্বস্তি ফিরেছে।
গত এক সপ্তাহে বেগুনের দাম অনেকটা বেড়েছে। গোল বেগুন ২০০ টাকা এবং লম্বা বেগুন ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউয়ের দাম বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে। পুঁইশাক ৪০ টাকা এবং লাল শাক ২০-২৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগির দাম কমে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও গত চার সপ্তাহে ৩০-৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে, চাল আমদানির খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মিনিকেট চালের দাম দুই টাকা কমে ৭৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারে দাম কিছুটা বাড়লেও ইলিশের দাম ২০০ টাকা পর্যন্ত কমেছে।
বিস্তারিত ভিডিওতে.....