কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত

সৌজন্য ছবি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম।
উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি মো. গোলাম রসুল, ডিআইজি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কামরুল হাসান তালুকদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যদের মধ্যে ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।