বিদায়ী অর্থবছরে রপ্তানি ৪৮ বিলিয়ন ডলার

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) ৪৮ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা। যাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশের বেশি। আজ বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি অর্জন করা গেলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ বিলিয়ন ডলার। আগের ২০২৩-২৪ অর্থবছরে ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
গত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রপ্তানি আয়ে ছন্দপতন ঘটে। তবে গত অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে আট দশমিক ৫৮ শতাংশে। গত জুন মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষ দিকে টানা দুদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রপ্তানি প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। এতে মাসিক রপ্তানি আয় কমেছে ৬ শতাংশের বেশি। গত এপ্রিলে মন্দা দেখা দিলেও মে মাসে রপ্তানিতে গতি ফিরে আসে। মে মাসে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। এপ্রিলে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।