জুনে প্রবাসী আয় বেড়েছে ১৪ শতাংশ

সদ্য শেষ হওয়া জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৭০ কোটি ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩৩ হাজার ২৮৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের জুন মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী আয় এসেছে ২৭০ কোটি ৬০ লাখ ডলার। আগের বছরের (২০২৪ সাল) জুন মাসের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। তিনি বলেন, চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) ১ জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত প্রবাসী আয় এসেছে তিন হাজার ২১ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) ১ জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত প্রবাসী আয় আসে দুই হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ২০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার এবং মেতে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার।