শিল্পে কাঁচামাল আমদানিতে আগাম কর কমছে

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (২ জুন) উপস্থাপন করা হয় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
প্রতিবারের মতো এবারও কিছু পণ্যের ওপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যার ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। তবে কিছু খাতে কর ছাড় ও ভর্তুকি দেওয়ার কারণে কিছু পণ্যের দাম কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পেশ করা বাজেটে উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩ শতাংশ হতে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।