সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৭৭৯ টন পেঁয়াজ

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২৭টি গাড়িতে ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
আজ রোববার ৯১৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকযোগে এই পেঁয়াজ এসেছে। এর আগে গত বৃহস্পতিবার চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছিল সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সকাল থেকেই ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়। সন্ধ্যার মধ্যে ২৭ ট্রাকে ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ আসে। বেশ কয়েকজন আমদানিকারক এই পেঁয়াজ আমদানি করেছেন। আমদানি করা পেঁয়াজ বন্দরে খালাসের পর বাংলাদেশি ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।
পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।