সড়কের কালভার্ট এখন ‘মরণফাঁদ’

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-খোলসি সড়কের পশ্চিম মির্জাপুর এলাকায় সড়কের মাঝখানে একটি কালভার্ট ভেঙে পড়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিনই পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ঝুঁকিপূর্ণ এই অংশে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, নাচোল-খোলসি সড়কের পশ্চিম মির্জাপুর কলেজের পূর্ব পাশে প্রধান সড়কের ওই কালভার্টটি কয়েক মাস আগে ভেঙে পড়ে। এর পাশাপাশি আরও দুটি কালভার্ট সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল দপ্তরের মাধ্যমে পিআইসি প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তা অনুমোদনও হয়।
চারমাস আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার কালভার্টটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু খাতা-কলমে বরাদ্দ পাস হলেও এখন পর্যন্ত সংস্কার কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে। ভাঙা কালভার্টের গর্তে পড়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
মির্জাপুর কলেজের ছাত্রী মৌসুমি খাতুন বলেন, রাস্তার মাঝখানে কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, কালভার্টটি সংস্কারের জন্য বর্তমান ইউএনওকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নাচোল উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, কালভার্টটি সংস্কারের জন্য বরাদ্দ পাশ হয়েছে। আবহাওয়াজনিত কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে। খুব শিগগিরই কালভার্টটি সংস্কার করা হবে।