পেঁয়াজ আমদানির পারমিট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ইমপোর্ট পারমিট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পুনরায় আমদানি করার অনুমতি দেওয়ার দাবি জানান তারা।
আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন, বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এ অবস্থায় হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা গত ১৪ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন। এ কয়দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে গতকাল মঙ্গলবার কৃষি অধিদপ্তরের খামারবাড়ি থেকে পেঁয়াজ আমদানি বন্ধে আবারও নিষেধাজ্ঞা জারি করে। ফলে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারের এই অপ্রত্যাশিত ও বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় পেঁয়াজ আমদানিতে অনুমতি দিতে (ইমপোর্ট পারমিট) অনুরোধ করছি। আগামীতে এ রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আমদানিকারকদের সঙ্গে পরামর্শ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, আমদানি রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহসভাপতি মো. শহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলামসহ অনেকে।