৬ দাবিতে হোমিওপ্যাথ চিকিৎসকদের সংবাদ সম্মেলন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার (ডা.)’পদবি ব্যবহার না করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনতিবিলম্বে বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি’র পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ডা. মো. আরিফুর রহমান মোল্লা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ আগস্ট স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব স্বাক্ষরিত একটি পত্র জারি হয়। যেখানে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ধারা ২৯ (১) অনুসরণপূর্বক ‘ডাক্তার (ডা.)’ পদবি ব্যবহার সংক্রান্ত। ওই পত্রের সর্বশেষ অনুচ্ছেদে বলা হয়েছে, এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাসমূহে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্যান্য পেশাজীবীদের (হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানি) নামের পূর্বে ‘ডাক্তার (ডা.)’ পদবি ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ নির্দেশনাকে পরস্পরবিরোধী, অসামঞ্জস্য ও সাংঘর্ষিক বলে দ্রুত এই চিঠি বাতিলের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাসকৃত ‘বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার (ডা.)’ পদবি ব্যবহারের আইনগত অনুমোদন রয়েছে। তা ছাড়া মন্ত্রণালয়ের চিঠিতে হাইকোর্টের রায়ের উল্লেখ রয়েছে। এটিও বিভ্রান্তিকর। কেননা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর করে সেটি এখন বিচারাধীন রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ১২ ধারাতেও ‘চিকিৎসক অর্থ এমবিবিএস ও বিডিএস, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ভেটেরেনারি চিকিৎসক’ হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিদ্যমান সংকট সমাধানে বিভিন্ন দাবি উপস্থাপন করে সেগুলো সমাধানে আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে-হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ যথাযথভাবে কার্যকর এবং দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন; হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় কর্মরতদের শতভাগ বেতনভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রদানের নীতিমালাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ থেকে মানসম্মত ওষুধ আমদানির ক্ষেত্রে জটিলতা নিরসনসহ যাবতীয় দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদস্য সচিব ডা. শফিকুল আলম নাদিম, উপদেষ্টা ডা. নজরুল ইসলাম ভুইয়া,ডা. আশরাফ উদ্দিন ও ডা. নাসির উদ্দিন শেখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. বজলুল হাসান, ডা. মাহবুব হাফিজ,ডা. মসিউজ্জামান পান্নু, ডা. এ কে এম জাকির হোসেন, মুখ্য সমন্বয়কারী ডা. মো. মজিবুল্যাহ মজিব,সমন্বয়কারী ডা. খলিলুর রহমান, ডা. শাহজালাল আহমেদ, ডা. নাইমুল হক, ডা. কাসেমুর রহমান, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ,ডা. আব্দুল আলীম, ডা. মামুন হাসিব ভুইয়া, ফয়সাল মেহবুব মিজু প্রমুখ।