আগামী মাস থেকে আসছে সীমান্ত ব্যাংক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কল্যাণে আগামী মাস থেকে সীমান্ত ব্যাংকের কার্যক্রম শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগস্টের প্রথম সপ্তাহে রাজধানীর বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত ব্যাংক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান জানান, সীমান্ত ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে তার কার্যক্রম চালাবে। সারা দেশের যেখানে বিজিবির নেটওয়ার্ক আছে, বিশেষ করে সীমান্ত এলাকার সব মানুষকে ব্যাংকিং সেবা দেবে।
বিজিবির সদস্যরা এই ব্যাংক থেকে সহজে ব্যাংকিং-সেবা পাবেন এবং এটি তাঁদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন ডেপুটি গভর্নর।
ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকা। ব্যাংকের মুনাফার টাকা থেকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিজিবি সদস্য ও তাঁদের পরিবারকে দেওয়া হবে।