৯ উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে আজ

পৌরসভার নির্বাচন উপলক্ষে আজ বুধবার ঢাকা ও চট্টগ্রামের নয়টি উপজেলার সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
দুটি বিভাগের নয়টি উপজেলা হলো—নরসিংদী জেলার পলাশ ও রায়পুরা উপজেলা, লক্ষ্মীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় উপজেলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী বুধবার (২৫ মে) নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে এসব উপজেলার সব ব্যাংক বন্ধ থাকবে।