সৌদি আরবে পেট্রলের দাম বাড়ল ৫০ শতাংশ

সৌদি আরবে পেট্রলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। আজ মঙ্গলবার থেকে এ বিষয়টি কার্যকর হবে।
দেশটির বাজেটে ব্যাপক ঘাটতি সৃষ্টি হওয়ায় ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, বাদশাহ সালমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ, পানি, ডিজেল ও কেরোসিনের ওপর থেকেও ভর্তুকি কমানো হবে।
স্থানীয় সময় সোমবার সৌদি আরবে ৮৪ হাজার কোটি রিয়ালের বাজেট ঘোষণা দেওয়া হয়েছে। এতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৪০০ কোটি রিয়াল। আর বাজেট ঘাটতি ধরা হয়েছে ৩২ হাজার ৬০০ কোটি রিয়াল। এবার তেল বিক্রি থেকে ৭৩ শতাংশ আয় নির্ধারণ করা হয়েছে।
বাজেট ঘোষণার আগে সৌদি আরবে পেট্রলের দাম ছিল দশমিক ৬ রিয়াল বা ১২ টাকা ৬০ পয়সা। নতুন ঘোষণার ফলে এ পণ্যের দাম দাঁড়াল দশমিক ৯ রিয়াল বা ১৮ টাকা ৯০ পয়সা। নিম্নমানের পেট্রলের দাম দশমিক ৪৫ রিয়াল থেকে বাড়িয়ে দশমিক ৭৫ রিয়াল করা হয়েছে। এ ক্ষেত্রে দাম বাড়ছে প্রায় ৬৭ শতাংশ।
নতুন ঘোষণার পরও বিশ্বে পেট্রলের দাম সবচেয়ে কম সৌদি আরবে।
ন্যাশনাল অয়েল কনগ্লোমারেট আরমকো তাদের টুইটারে লিখেছে, গতকাল সোমবার মধ্যরাতে (স্থানীয় সময়) দেশটির স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার আগে নতুন ঘোষণা অনুযায়ী পেট্রল বিক্রি হয়েছে।
বৈশ্বিক তেলের দামের সঙ্গে সংগতি রেখে পেট্রলের দাম বাড়ানো হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
পেট্রলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কেরোসিন, বিদ্যুৎ ও পানির দামও বাড়িয়েছে সৌদি সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরব বৈশ্বিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে পদক্ষেপ নিল। অর্থনীতিতে বৈচিত্র্য আনতে তেলের ওপর থেকে আয়ের নির্ভরতা কমাতে চাইছে সৌদি সরকার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, সৌদি আরব যদি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তেলের দাম নির্ধারণ করে, তাহলে বছরে দেশটি সাশ্রয় করতে পারবে এক হাজার ৭০০ কোটি ডলার।