পুঁজিবাজার মেলা শুরু ১০ ডিসেম্বর

নতুনভাবে ব্র্যান্ডিং করতে ও সচেতনতা বাড়াতে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো, ২০১৫’ শীর্ষক তিনদিনের পুঁজিবাজার মেলা শুরু হবে ১০ ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এই মেলার প্রতিপাদ্য ‘পুঁজিবাজার হোক উচ্চ প্রবৃদ্ধি সহায়ক’। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে এই মেলার আয়োজন করবে অনলাইন নিউজপোর্টাল অর্থসূচক।
আয়োজক সূত্রে জানা গেছে, এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন। এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মেলার আয়োজনে সহযোগী হিসেবে থাকবে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অর্থনীতি সমিতি, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
মেলায় স্টক এক্সচেঞ্জ, ব্রোরেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেবে। এক আয়োজনে পুঁজিবাজারের সব ধরনের স্টেকহোল্ডারের এমন অংশগ্রহণ দেশে এটিই প্রথম।
আয়োজক সূত্রে জানা গেছে, বিনিয়োগবিষয়ক কর্মশালা, অর্থনীতি ও পুঁজিবাজারবিষয়ক সেমিনার এবং ওয়ালস্ট্রিট নিয়ে নির্মিত একাধিক চলচ্চিত্রের প্রদর্শনী হবে। এ ছাড়া একটি স্টলে কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন, শেয়ারবাজার ও অর্থনীতি-সংক্রান্ত বইয়ের সমাবেশ থাকবে। দর্শনার্থীদের পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে নির্বাচিত কিছু টার্মসের অর্থ, ব্যাখ্যা ও প্রায়োগিক দিক নিয়ে প্রকাশিত একটি বুকলেটের ৪০ হাজার কপি বিনা মূল্যে বিতরণ করা হবে।