ডিএসইর ওয়েবসাইটে সাময়িক ত্রুটি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ঢোকা যাচ্ছিল না। সমস্যার সমাধান হলে আবারো স্টক এক্সচেঞ্জটির ওয়েবসাইট থেকে সব ধরনের তথ্য পাওয়া যায়। তবে এ সময়ে লেনদেনে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
রাজধানীর মতিঝিলে ডিএসইর অফিসের ইন্টারনেটের ধীরগতি ও সার্ভারে ত্রুটি থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর উপব্যবস্থাপনা পরিচালক ও মুখপাত্র শফিকুর রহমান। তিনি বলেন, ওয়েবসাইট বাইরে থেকে দেখা না গেলেও লেনদেনে কোনো সমস্যা হয়নি না।
মতিঝিলে অবস্থিত আজম সিকিউরিটিজ ও আরএনআই সিকিউরিটিজে খোঁজ নিলে জানা গেছে, লেনদেন স্বাভাবিক নিয়মে চলছে।