বিমা খাতে বিনিয়োগে ঝোঁক

দেশের শেয়ারবাজারে আজ বুধবার মূল্যসূচকের সংশোধন দেখা গেছে। তবে লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সম্প্রতি বিমা খাতের কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে ৩২টির দাম বেড়েছে। তবে ব্যাংকিং খাতের অধিকাংশ শেয়ার দাম হারিয়েছে। অন্যান্য খাতে মিশ্রভাব দেখা গেছে।
ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানির ১০ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৫৬ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি এক লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৯.৯৮ পয়েন্ট কমে ৪৬৪৭.৬৮, ডিএস-৩০ মূল্যসূচক ৪.৩০ পয়েন্ট কমে ১৭৬২.৫৫ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট কমে ১১১৩.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৩ লাখ ৭৯ হাজার টাকা বেশি। লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস অ্যাকিসেসরিজ, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড, বেঙ্গল উইন্ডসর, সাইফ পাওয়ার, ইউসিবিএল, গ্রামীণফোন ও ফার কেমিক্যাল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : অরিয়ন ইনফিউশন, এক্সিম ১ম মি. ফা., ফারইস্ট নিটিং, বেঙ্গল উইন্ডসর, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি, সানলাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফাইন্যান্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : তৃতীয় আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং, কে অ্যান্ড কিউ, আইএফআইসি, স্ট্যান্ডার্ড সিরামিকস, এপেক্স ফুডস, মুন্নু সিরামিকস, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম টেক্সটাইল ও সোনারগাঁও টেক্সটাইল।