দাম বাড়ায় মিউচুয়াল ফান্ডের আধিপত্য

দেশের শেয়ারবাজারে আজ বুধবার মূল্যসূচকের পতনপ্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসইতে আজ দাম বাড়ায় এগিয়ে থাকা কোম্পানির তালিকায় আধিপত্য ছিল মিউচুয়াল ফান্ডের। এ তালিকার ১০টি কোম্পানির মধ্যে আটটিই ছিল মিউচুয়াল ফান্ড। আর আজ এ খাতের ৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে চারটির ও অপরিবর্তিত ছিল চারটির দাম।
তবে আজ ব্যাংক, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, ইন্স্যুরেন্সসহ অন্যান্য খাতের বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ ৩২১টি কোম্পানির ১৪ কোটি আট লাখ ৮৭৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৯৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ১৪ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৩২.৭০ পয়েন্ট কমে ৪৮০০.৬২, ডিএস-৩০ মূল্যসূচক ১৫.০৫ পয়েন্ট কমে ১৮২৭.৮২ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯.১৭ পয়েন্ট কমে ১১৫৮.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন বেড়েছে ৯৮ লাখ ৫৭ হাজার টাকা। লেনদেন হওয়া ২৪৯টি কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিলস, শাহজিবাজার পাওয়ার ও বেক্সিমকো লিমিটেড।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, দেশবন্ধু প্রথম মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম মিচুয়াল ফান্ড, তসরিফা, আনোয়ার গ্যালভানাইজিং, পপুলার লাইফ প্রথম মিউচুয়াল ফান্ড ও ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : বিচ হ্যাচারি, অলটেক্স, রহিমা ফুড, প্রগ্রেসিভ লাইফ, আমান ফিড, আলহাজ টেক্সটাইল, সপ্তম আইসিবি, অ্যাপেক্স ফুড, শাহজিবাজার ও অ্যারামিট লিমিটেড।