রূপালী লাইফের বোনাস শেয়ার বিও হিসাবে জমা

বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৪ লাখ টাকা। বাজারে শেয়ারসংখ্যা দুই কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮১টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৩ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক শূন্য ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৬ দশমিক ১ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩১ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৩৪ টাকা ২০ পয়সা। গতকাল সোমবার লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ৩১ টাকা ৩০ পয়সা।