ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮%

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন ও সূচক বেড়েছে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১৮ শতাংশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে ৩১৭টি কোম্পানির নয় কোটি ৭২ লাখ সাত হাজার ৮৫১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৮ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৬১৩ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি ২৭ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আজ আগের কার্যদিবসের চেয়ে ২৯.৭৭ পয়েন্ট বেড়ে ৪৫৩১.৯৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৩.৬০ পয়েন্ট বেড়ে ১৭৫২.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১১১.৬৫ পয়েন্টে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে চার কোটি ৪১ লাখ টাকা বেশি।
ডিএসইতে আজ লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো—অলিম্পিক অ্যাকসেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল, এএফসি এগ্রো, এসিআই ফরমুলেশন ও সামিট পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো—হাক্কানী পাল্প, অলিম্পিক অ্যাকসেসরিজ, মালেক স্পিনিং, আইসিবি প্রথম এনআরবি, রিলায়েন্স ১, আইসিবি, অগ্রণী ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, নর্দার্ন জুট ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো—বিআইএফসি, স্টাইল ক্র্যাফট, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, এক্সিম প্রথম মি. ফা., স্ট্যান্ডার্ড সিরামিকস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মডার্ন ডায়িং, রংপুর ফাউন্ড্রি ও ফাইন ফুডস।