ছেলেকে শেয়ার উপহার দেবেন শাহজালাল ব্যাংকের উদ্যোক্তা

শাহজালাল ইসলামী ব্যাংকের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। তিনি তার ছেলেকে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করবেন। আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আব্দুল হালিম। তার হাতে থাকা ব্যাংকটির দুই কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩টি শেয়ার ছেলে আব্দুল হাকিমকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) হস্তান্তর করবেন। যা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে উল্লিখিত পরিমাণ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা।