নওগাঁয় আন্তজেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার

নওগাঁ শহরের বিজিবি ব্রিজ এলাকা থেকে আন্তজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৫ অক্টোবর) বিকেলে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪৫)। তাঁর বাড়ি দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার উত্তর আটরাই গ্রামে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকায় ডাকাতি, চুরি, মাদক ও খুনসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়া, নওগাঁ জেলার একটি অপরাধী চক্রের সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, গতকাল রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল শহরের বিজিবি ব্রিজ এলাকায় তদন্ত চৌকি (চেকপোস্ট) বসায়। রাত ২টা ১৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল দ্রুত চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে। তিনজন মোটরসাইকেল আরোহীর মধ্যে হাবিবুর রহমানকে আটক করতে সক্ষম হয়, তবে বাকি দুজন পালিয়ে যায়। এ সময় অ্যাপাচি ব্র্যান্ডের লাল রংয়ের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।