স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরসহ এন্ট্রিপদ ৯ম গ্রেড করার দাবি শিক্ষকদের

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) সারা দেশে জাতীয়ভাবে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫’ পালিত হয়েছে।
দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) উদ্যোগে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদে ৯ম গ্রেড বাস্তবায়নের চলমান পাঁচ দফা দাবির সর্বশেষ অবস্থা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদের সঞ্চালনায় শিক্ষক নেতা ও অংশীজনেরা বক্তব্য দেন।
খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা বলেন, আঞ্চলিক উপপরিচালকদের ডিডিও ক্ষমতা কলেজ শিক্ষক কেড়ে নিয়েছে। এতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার খর্ব হয়েছে।
সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবদুস সালাম বলেন, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরেও বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ বাস্তবায়ন হচ্ছে না। এতে শিক্ষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
মতিঝিলের থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, মাউশিতে কাজের চাপ বেশি থাকায় আলাদা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করে সরকারের প্রশাসনিক ক্ষেত্র বিকেন্দ্রীকরণ করে মাধ্যমিক শিক্ষা যুগোপযোগী মানোন্নয়ন সম্ভব।
অভিভাবকদের পক্ষে মাসুদা জামান গঠনমূলক বক্তব্য দেন। এ ছাড়া তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন খিলগাঁও গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ হাওলাদার।
শিক্ষার্থী সামিউল জাওয়াদ বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। তার প্রস্তাব আর্থিকভাবে স্বচ্ছলতা এলে শিক্ষকরা আরও বেশি ক্লাসমুখী হবে।
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, সময়মতো পদোন্নতি ও নিয়োগ না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সরকারি মাধ্যমিক অধিকাংশ শিক্ষক একই পদে চাকরি শেষে চরম ক্ষোভ নিয়ে অবসরে চলে যায়।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, মাধ্যমিকে যারা শিক্ষক হিসেবে আসছেন সবাই উচ্চ শিক্ষিত। তাই তাদের এন্ট্রিপদ নবম গ্রেড দিয়ে চার স্তরীয় পদসোপান অতীব প্রয়োজন। অন্যথায়, মেধাবীরা এই পেশায় আকৃষ্ট হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান সমন্বয়ক রেবেকা জাহানসহ সমন্বয়ক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিক, শিক্ষানুরাগী, গুণীজন, অভিভাবক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা।