ছয় দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা ছয় দিনের ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততা।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, দুর্গাপূজার লম্বা ছুটির কারণে বন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে। আজ থেকে কার্যক্রম শুরু হওয়ায় এই পণ্যজট কমতে শুরু করেছে।
বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বর্তমানে বাণিজ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। শারদীয় দুর্গাপূজার ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত কিছুটা বেড়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে ৫ হাজার ৫০ জন পাসপোর্ট যাত্রী ভারতে গিয়েছেন এবং ৪ হাজার ৩০০ জন দেশে ফিরেছেন।