সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে আজ ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। একই সঙ্গে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন— মো. মফিজুল ইসলাম (৪২), মো. হাবিবুর রহমান (৩৭), মো. হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)।
জিজ্ঞাসাবাদে জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের গত ১০ দিন ধরে মুক্তিপণের জন্য জিম্মি করে রেখেছিল এবং নির্যাতন করছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।