কুমিল্লায় ৪৭ পূজামণ্ডপে তারেক রহমানের উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লার হোমনা উপজেলার ৪৭টি পূজামণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে নবমী বুধবার (১ অক্টোবর) ও দশমীর দিন (বৃহস্পতিবার (২ অক্টোবর) পূজামণ্ডপ কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ উপহার তুলে দেন বিএনপি নেতারা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নেতাকর্মীরা সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত শেষে উপজেলার ৪৭টি পূজামণ্ডপ পরিদর্শন করি। এ সময় পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার দেওয়ার সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. হানিফ মিয়া, মো. আলমগীর সরকার, মো. রাজ মিয়া কমিশনার, গাজী মো. মহসীন চেয়ারম্যান, বিএনপি নেতা মো. আবদুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাজিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।