বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশে কোনো ধরনের হিন্দুবিরোধী সহিংসতা নেই।”
অধ্যাপক ইউনূস এসব অভিযোগকে “ভিত্তিহীন ও ভুয়া খবর” হিসেবে অভিহিত করে বলেন, “ভারতের একটি বিশেষ দিক হলো ভুয়া সংবাদ ছড়ানো।”
নোবেল পুরস্কারজয়ী এই অর্থনীতিবিদ ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। ওই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান উপদেষ্টা বলেন, “জনগণ আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে চাওয়ায় আমি অবাক হয়েছিলাম এবং প্রথমে রাজি ছিলাম না। কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ ও আবেগ আমাকে রাজি করায়।”

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে আরও আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত।