রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সদর দফতরে উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সম্মেলনটি শুরু হবে। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, রাজনৈতিক সমর্থন জোগাড় করা ও এর মূল কারণগুলো চিহ্নিত করে একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করা।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হলো একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী পরিকল্পনা তৈরি করা, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারে।
সম্মেলনের আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমারে নিযুক্ত বিশেষ দূত জুলি বিশপ ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং সংকট নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত। এই সম্মেলন জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।