খরচ কমিয়ে তিন ধরনের হজ প্যাকেজ ঘোষণা সরকারের

হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করেছে সরকার। ঘোষিত এ প্যাকেজে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্যাকেজগুলো ঘোষণা করেন।
এতে দেখা যায়, সাধারণ হজ প্যাকেজ-১ এর খরচ পড়বে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা; প্যাকেজ-২ এর খরচ পড়বে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও প্যাকেজ-৩ এর খরচ পড়বে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খালিদ হোসেন আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সাথে নিতে হবে, সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না।
বেসরকারি হজ প্যাকেজ
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর।
১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে গমন করতে পারবেন
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে দুই উপদেষ্টা ছাড়াও ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী হজের বিমান ভাড়া এক হাজার ১০০ ডলার নির্ধারণের (এক লাখ ৩৪ হাজার ২০০ টাকা-শুল্ক ছাড়া) বিষয়ে অনড় থাকে ধর্ম মন্ত্রণালয়। কিন্তু বিমান মন্ত্রণালয় ভাড়া এক হাজার ২০০ ডলার ধরে হজ প্যাকেজ ঘোষণার অনুরোধ জানায়।