বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রায় ১০০ টন ইলিশ রপ্তানি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দশ দিনে ভারতে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতে রপ্তানি করা হয়েছে ১২ টন ৮৬ কেজি ইলিশ।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।
জানা গেছে, রপ্তানি করা ইলিশের প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।
ইলিশ রপ্তানিকারক তারেক রহমান জানান, দেশীয় চাহিদার চেয়ে উৎপাদন কম হলেও সরকার দুর্গাপূজার সময় বিশেষ বিবেচনায় ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। এই বছর বাণিজ্য মন্ত্রক ৩৭টি কোম্পানিকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যা আগামী ৫ অক্টোবর শেষ হবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির সুযোগ থাকবে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক অবশ্য এত অল্প সময়ে সব ইলিশ পাঠানো নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছিল মাত্র ৬৩৬ টন। এর মধ্যে বেনাপোল দিয়ে ৫৩২ টন।