আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কেরানীগঞ্জে নারী উদ্যোক্তাদের কর্মশালা

স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘আইএফআইসি সমৃদ্ধ নারী উদ্যোক্তা কর্মশালা’র কর্মশালার আয়োজন করে ব্যাংকটির কেরানীগঞ্জ শাখা। বৃহস্পতিবার আগানগরস্থ শাখা কার্যালয়ে এই কর্মশালায় বিভিন্ন পেশায় নিয়োজিত নারী উদ্যোক্তারা অংশ নেন।
আইএফআইসি ব্যাংক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তা ও নারী ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং আলিশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাহানারা আক্তার শিলা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংবাদিক ও এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রাশেদ আহমেদ। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের লোন অফিসার রঞ্জন কুমার সাহা, সোহরাব হোসেন, মার্কেটিং এন্ড সেলস অফিসার মো. পাভেল মিয়া প্রমুখ।
কর্মশালায় কেরানীগঞ্জের নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ১০ জন নারী উদ্যোক্তা ও সফল নারী ব্যবসায়ীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারী উদ্যোক্তা জাহানারা আক্তার শিলা বলেন, পরিবারকে সহযোগিতা করার জন্য আমাদের ছোট থেকে মাঝারি আকারের সাধ্যমতো ব্যবসা-বাণিজ্যের মধ্যে বিনিয়োগ করে স্বাবলম্বী হতে হবে। নারীদের মানানসই যে সব ব্যবসা রয়েছে সেই সব ব্যবসা করেও নারীরা স্বাবলম্বী হয়ে তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। এজন্য প্রয়োজন সততা, কর্মনিষ্ঠা, পরিশ্রম ও লক্ষ্য স্থির করা। তাহলে ধীরে ধীরে আমাদের চারদিকে আর্থিক সমস্যাগুলো আমরা নিজেরাই মিটিয়ে ফেলতে পারব। তাই ব্যাংক যে সাপোর্ট দিবে সেই সাপোর্টকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেনা পরিষদের পাশাপাশি নিজেদের লাভবান হওয়ারও সুযোগ রয়েছে।
আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. রাশেদ আহমেদ বলেন, নারীদের দক্ষতা ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক সারাদেশের মতো কেরানীগঞ্জেও নারীদের সমৃদ্ধশালী এবং দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। একটি পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। ইতোমধ্যে অনেকেই ব্যাংক থেকে সাপোর্ট নিয়ে স্বাবলম্বী হয়েছেন। আইএফআইসি একটি সামাজিক ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে দেশের নারী সমাজ নানাভাবে উপকৃত হচ্ছেন। যারা এই কর্মশালায় উপস্থিত হয়েছেন ও আজকের প্রশিক্ষণ নিলেন তারা আগামীতে দেশ গড়তে এবং অর্থনৈতিক উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করবেন।
সাংবাদিক মো. দেলোয়ার হোসেন বলেন, পরিবারকে স্বচ্ছলতার দিকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ উভয়েরই সমঝোতার ভিত্তিতে আত্মনির্ভরশীল হতে হবে। সময়কে কাজে লাগিয়ে ব্যবসাবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে জাদুশিল্পী ইমন কর্মশালায় উপস্থিত নারী উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের জন্য জাদু প্রদর্শন করেন।